কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নিহত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক
নিহত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক |ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের দেওয়ানের খামার আরডিআরএস অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বলে জানা গেছে।

স্বজনরা জানায়, আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। এ সময় ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতরভাবে আহত হন। এ সময় স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডক্টরস ক্লিনিকে তিনি মারা যান।

রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ বলেন, ট্রাকটি থানায় আটক আছে। ট্রাকচালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।