প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন অব নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি অধিদফতরের মাধ্যমে গুরুদাসপুরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।
বুধবার (২৮ মে) এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনভর ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নাটোরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান।
অন্যদের মধ্যে কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, কৃষক সুজন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গুরুদাসপুরে ৩০টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে। পার্টনারের মাধ্যমে কৃষিজাত উদ্ভাবিত প্রযুক্তির জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রশিক্ষণ বঞ্চিত কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দিতে পিএফএস কার্যকর ভূমিকা পালন করছে।