ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই এলাকায় দশ চাকার ট্রাকের নিচে চাপা পরে নাসরিন সুলতানা নামের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা নাসরিন সুলতানা হরিনাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি হরিনাকুন্ডু উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বুধবার তিনি স্বামী আমিরুল ইসলামের সাথে পারিবারিক কাজে শৈলকূপা আসছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকায় পৌঁছালে স্বামীর মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে গেলে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দশ চাকার একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম জানান আমার চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ভাটই এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে নাসরিন সুলতানা নামের এক সহকারী শিক্ষিকা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।