গণভোট এবং আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীতে তথ্য ও সম্প্রচার, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ সিল না দিলে আমরা আগের তিমিরেই ফিরে যাবো।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রেলওয়ে মাঠে গণভোটের গাড়ি উদ্ধোধন ও র্যালি শেষে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, অতীতের মতো কর্মকান্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে এবং এটি মাস্ট।’
পরে উপদেষ্টা রাজবাড়ী ইয়াছিন হাইস্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তথ্য ও সম্প্রচার, বণ ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিবরা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।



