চাটমোহরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

‘আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে।’

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna

পাবনার চাটমোহরে বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: আকতার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সারওয়ার হোসেন জানান, আকতার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে।