জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
কক্সবাজারের রামুতে কোদালের আঘাতে নারী নিহত
কক্সবাজারের রামুতে কোদালের আঘাতে নারী নিহত |প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রেহেনা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা এবং হামলাকারী জহির আলম কালু ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। একই এলাকার ফরিদুল আলমের ছেলে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি জহির আলম কালু ও তার পরিবারের লোকজন ছোটনের বসতবাড়িতে এসে দা, কিরিচ, কোদাল ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’