দিনশেষে এনসিপি যে অবস্থা নেবে সকল রাজনৈতিক দলও একই অবস্থা নেবে : হাসনাত

রোববার সকালে ভোলা পরিষদ হল রুমে এনসিপি’র জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন শাহীন, ভোলা

Location :

Bhola
সমন্বয় সভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ
সমন্বয় সভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ |নয়া দিগন্ত

এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘জামায়াত নিরপেক্ষ পিআর চায় এবং তারা তাদের আগের দাবি থেকে সরে এসেছেন; এটা আমাদের বিশ্বাস। দিনশেষে এনসিপি যে অবস্থা নেবে, সকল রাজনৈতিক দলও একই অবস্থা নেবে। দলমত নির্বিশেষে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকার আহ্বান জানাই।‘

রোববার (২ নভেম্বর) সকালে ভোলা পরিষদ হল রুমে এনসিপি’র জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা তাদের সাথে জোটবদ্ধ করবো, যারা সংস্কারের পক্ষে এবং রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোর দুর্বলতা উত্তোরণে আমাদের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘যারা জুলাই সনদ চায় না তারা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা জনগণ বুঝে গেছে। আমরা মনে করি ২৬-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত। তারাই নির্বাচন পিছিয়ে দিতে চায় যারা সরকারের সাথে জুলাই সনদ মুখোমুখি করতে চায়।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ভোলায় আয়োজিত এনসিপি’র সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। এ সময় বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম শাহীন, ডা. মাহমুদা আক্তার মিতু উপস্থিত ছিলেন। এছাড়া সভায় জেলার সাত উপজেলার শত শত নেকাকর্মী অংশগ্রহণ করেন। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে দলীয় নেকাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে।