দামুড়হুদা দর্শনা ইমিগ্রেশন চত্বরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন প্রতিরোধে জন সচেতনতা মূলক এক আলোচনা সভা করেছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মো: হায়দার আলি বলেন, ‘এলাকার সব ধরনের মানুষের সহযোগিতা না পেলে স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন ঠেকানো বা প্রতিরোধ করা সম্ভব না।’
তিনি বলেন, ‘আমাদের আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যা কেউ জানবে না।’
এ সময় দামুড়হুদা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার মো: সাজিদ সহ ২০ জন সদস্য ও এলাকার গন্যমান্য এবং সচেতন নাগরীকরা উপস্থিত ছিলেন।