সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের গোয়ালপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ওই ছাত্রী নিজে সাভার মডেল থানায় মামলা করেছেন।
সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুল ওহাব জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে ওই ছাত্রী একা বাসার আসার পথে সোহেল রোজারিও (৩৭) তাকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে আরো দুই সহযোগী বিপ্লব রোজারিও ওরফে তিলক (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫) সন্ধ্যা ৭টার দিকে কমলাপুরের গোয়ালপাড়ার একটি টিনসেট আধাপাকা ভবনে গণধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুল ওহাব নয়া দিগন্তকে আরো জানান, এ ঘটনার পর পরই অভিযুক্ত ধর্ষকরা এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



