সিলেট-তামাবিল চার লেন মহাসড়কসহ সিলেটের ৩ মেগা প্রকল্প একনেকে অনুমোদন

এসব প্রকল্প নিয়ে গত ছয় মাসে দৈনিক নয়া দিগন্ত দফায় দফায় প্রতিবেদন প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রস্তাবিত সিলেট-তামাবিল চার লেন মহাসড়ক প্রকল্প
প্রস্তাবিত সিলেট-তামাবিল চার লেন মহাসড়ক প্রকল্প |সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট-তামাবিল চার লেন মহাসড়কসহ সিলেটের তিনটি মেগা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। দীর্ঘদিন ধরে এগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে ফাইলবন্দী ছিল।

এসব প্রকল্প নিয়ে গত ছয় মাসে দৈনিক নয়া দিগন্ত দফায় দফায় প্রতিবেদন প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়।

অনুমোদন পাওয়া সিলেটের প্রকল্পগুলো হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।

এবং ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প।

প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।