আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুলেখা ওই গ্রামের রব মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় ২০ বছর আগে সুলেখা আক্তারের সাথে একই উপজেলার নারান্দী গ্রামের মরহুম চান্দু মিয়ার ছেলে রব মিয়ার বিয়ে হয়। এরপর এদের সংসারে চার মেয়ে সন্তানের জন্ম হয়। রব মিয়া কাপড়ের ব্যবসা করতেন। তাদের সংসার ভালো মতোই চলছিল। কয়েক বছর আগে রব মিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, ঘটনার দিন স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের একপর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভেতরেই সুলেখাকে গলা কেটে হত্যা করেন রব মিয়া। স্ত্রীকে হত্যা করে হাতে ছুরি নিয়ে বসেন থাকে তিনি। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, ঘাতক বর মিয়াকে জনতা আটক করেছে।