বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় এলে দেশে বেকার থাকবে না। প্রায় তিন কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগিয়ে বেকারদের সম্পদে পরিণত করে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের ভাটবেড়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিএনপির কাছে দেশ নিরাপদ নয় নিজেদের অভ্যন্তরীণ বিরোধে বিএনপি প্রায় ২০০ জন নেতাকর্মীকে হত্যা করেছে। যাদের কাছে নিজেদের দলের নেতাকর্মী নিরাপদ নয় তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ থাকবে? ফ্যাসিবাদী হাসিনার পতনের পর বিএনপি সারাদেশে যা দেখিয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিবে। বিএনপি নিজেদের বড় দল দাবি করে, তাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত। দেশের ইতিহাসে অনেক বড় দল জনপ্রিয়তা হারিয়ে বিলুপ্ত হয়ে গেছে।’
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত একটি সুশৃঙ্খল আর্দশভিত্তিক দল। জামায়াতের কোনো দলীয় কোন্দল নেই। নিয়মতান্ত্রিকভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করে জনগণ নতুন নেতৃত্ব চায়। আগামী নির্বাচনে জনগণ নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ।’
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক ডা: নুরুল ইসলাম প্রমুখ।



