নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বরগুনায় বিএনপির আনন্দ মিছিল

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
তফসিলকে স্বাগত জানিয়ে বরগুনায় আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়ে বরগুনায় আনন্দ মিছিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় নেতারা।

সমাবেশে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।