ফেনীতে ‘বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাদরাসা শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার

‘যে শিক্ষার সাথে দ্বীনের শিক্ষা থাকবে না ও যে শিক্ষার সাথে কোরআনের শিক্ষা থাকবে না সেই শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
‘বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাদরাসা শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার
‘বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাদরাসা শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার |নয়া দিগন্ত

ফেনীর ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অনার্স বিভাগের উদ্যোগে ‘বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাদরাসা শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাইন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া।

মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় আলোচক ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাইন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম, দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ও আঞ্জুমানে ফালাহিল মুসলেমীনের সেক্রেটারি অধ্যাপক আবু ইউছুপ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘যে শিক্ষার সাথে দ্বীনের শিক্ষা থাকবে না ও যে শিক্ষার সাথে কোরআনের শিক্ষা থাকবে না সেই শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। মাথায় সেট করে নাও, আগে দ্বীনি শিক্ষা শিখবে তারপর বাকি শিক্ষা। তোমরা এখানে যারা আসছো তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে। নিজেদের তৈরি করতে হবে। নিজেদের তৈরি করার কোনো বিকল্প নেই। তোমাদের ভালো আলেম হতে হবে।’

এ সময় অনার্স ও আলিম বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।