গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পার হতে গিয়ে সিমেন্ট মিক্সচার গাড়ির চাপায় রোদ্র পাল (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের ফুলবাড়ীয়া-মাওনা সড়কে ঘটনা ঘটেছে।
নিহত রোদ্র পাল উপজেলার শিমুলতলী এলাকার রাদের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে সকালের নাস্তা খেতে বের হয়। ফুলবাড়িয়া-মাওনা সড়কের চাপার সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সচার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিয়াকৈর থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আবেদন করায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে গাড়িসহ পুলিশে দিয়েছে স্থানীয়রা।