ময়মনসিংহ উত্তর জেলায় নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
ময়মনসিংহ উত্তর জেলার ১১ সদস্য বিশিষ্ট আংশিক ওই কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মো: মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল, দফতর সম্পাদক মো: সাদ্দাম হোসেন তালুকদার।
এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, নুরুজ্জামান সোহেল উত্তর জেলা ছাত্রদলের আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ‘ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি জেলায় জাতীয়তাবাদী শক্তিকে আরো বেগবান করবে এ কমিটি।’
এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।