খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় একটি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৬ জানুয়ারী) জেলা সদরের তেঁতুলতলা এলাকায় সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা জানান, বন বিভাগ বন্য প্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি বন বিভাগ এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযানে প্রাণীগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাণীগুলোর প্রাণ রক্ষার্থে স্থানীয় শিকারীদের কাছ থেকে সংগ্রহ করে এসব বন্যপ্রাণী লালন-পালন করে আসছিলেন নবদ্বীপ চাকমা। বন্যপ্রাণী শিকার ও লালন-পালন আইনগতভাবে অবৈধ বিষয়টি উপলদ্ধি করতে পেরে তিনি এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেন। উদ্ধারের পর আমরা চট্টগ্রাম বন বিভাগের প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অনুরোধ জানিয়েছি। উনারা প্রাণীগুলোকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাবেন। সেখানে প্রাকৃতিক পরিবেশে প্রাণীগুলো সুস্থ থাকবে।
বন কর্মকর্তা এ সময় বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য আহ্বান জানান।



