কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোরে চকরিয়া মহাসড়কের পাশে ছিদ্দিক পেট্রোল পাম্পের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাকের মোহাম্মদ চর এলাকার বাসিন্দা গোলাম কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাতামুহুরী ব্রিজের পূর্ব পাশে দিঘীর পাড় এলাকায় টমটম গ্যারেজের ব্যবসা করে আসছিলেন।
সূত্রে জানা গেছে, টমটম চার্জ সংক্রান্ত বিরোধ, ব্যাটারি চোর সিন্ডিকেট কিংবা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে কে বা কারা পৌর শহরের প্রধান সড়কের পাশে ছিদ্দিক পেট্রোল পাম্পের সামনে তার লাশ ফেলে রেখে যায়। পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।