কুমিল্লায় একই দিনে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে ঘিরে উত্তেজনা

মাঠ বরাদ্দ ও জনসমাগম সংক্রান্ত ইস্যুতে বুধবার দুপুর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টাউন হল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
সংগৃহীত

কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে বৃহস্পতিবার একই দিনে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই পক্ষই প্রশাসনের কাছে আলাদা আলাদা আবেদন জমা দিয়েছে। মাঠ বরাদ্দ ও জনসমাগম সংক্রান্ত ইস্যুতে বুধবার দুপুর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টাউন হল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় টাউন হল মাঠে কুমিল্লা-৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ কর্মসূচির বিষয়ে থানাকে অবহিত করে তার ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার একটি আবেদন জমা দিয়েছেন। অন্যদিকে একই দিন একই স্থানে একই আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জেলা প্রশাসকের কাছে মাঠ বরাদ্দের জন্য আবেদন করেন।

এ বিষয়ে ইয়াছিনের অনুসারী মহানগর যুবদল নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ১৮ তারিখে আবেদন জমা দিয়ে এ অনুমতি নিয়েছি। আমরা দুই দিন আগ থেকেই স্টেজের কাজ শুরু করেছি।’

এদিকে মনিরুল হক চৌধুরীর পক্ষের বিএনপি নেতা অ্যাডভোকেট মোতালেব হোসেন বলেন, ‘আমাদের অনুমোদন নেয়া আছে। আমাদের প্রোগ্রাম হবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ‘বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের আলোচনার টেবিলে গেছে। দুই পক্ষের প্রতিনিধিরা পুলিশ সুপারের সাথে বৈঠক করেছেন। আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’