ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর শহরের বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় বাজার মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন ছাত্র ও তৌহিদি জনতার প্রতিনিধিরা মনির হোসেন, মো: রাজু ও মাওলানা আব্দুল হান্নান, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার সহ অন্যরা।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত করা না হলে জুলাই গণ অভুত্থানের মত আরও একটি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে জেলা জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একই কর্মসূচি পালন করা হয়। শেষে নীলফামারী বড় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।



