বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

সর্বশেষ শাজাহানপুর থানার একটি মামলায় আলী সোনার এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
স্বেচ্ছাসেবক লীগের নেতা আলী সোনার
স্বেচ্ছাসেবক লীগের নেতা আলী সোনার |নয়া দিগন্ত

বগুড়ার জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ অর্ধডজন মামলা রয়েছে। এছাড়া গাবতলীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই ইউনিয়ন সভাপতিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে আলী সোনারকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সর্বশেষ শাজাহানপুর থানার একটি মামলায় আলী সোনার এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরো বলেন, চেয়ারম্যান হয়রত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই সভাপতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ডাক্তার (৪৫) ও রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক (৩০)। তারা উভয়ই পাঁচকাতুলী গ্রামের মরহুম শাজাহান মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘আটক দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’