শামা ওবায়েদ

নগরকান্দা-সালথার মাটিতে দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী করতে দেবো না

‘আমার দলের লোক চাঁদাবাজি করলে আপনারা ধরে পুলিশে দিবেন। নগরকান্দা-সালথায় আমার বাবা কে এম ওবায়দুর রহমান দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আশ্রয়, প্রশ্রয় দেননি, আমি তার মেয়ে সুতরাং আমিও বাবার আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে চাই। মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চাই।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমি বেঁচে থাকতে নগরকান্দা-সালথার মাটিতে দুর্নীতি, চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী করতে দেবো না।’

তিনি বলেন, ‘আমার দলের লোক চাঁদাবাজি করলে আপনারা ধরে পুলিশে দিবেন। নগরকান্দা-সালথায় আমার বাবা কে এম ওবায়দুর রহমান দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আশ্রয়, প্রশ্রয় দেননি, আমি তার মেয়ে সুতরাং আমিও বাবার আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে চাই। মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চাই।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সস্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।