খুলনার ডুমুরিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে নিলয় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে ওই অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগে জানা যায়, অপহৃত আরআরজিজিটি মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীকে রামকৃষ্ণপুর গ্রামের প্রভাত মলের ছেলে নিলয় বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরে তার প্রস্তাবে রাজি না হওয়ায় নিলয় প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো। একপর্যায়ে গত ২০ এপ্রিল ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে নিলয় ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহজাহান জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা থানায় মামলা করেন। পরে শুক্রবার নিলয়কে গ্রেফতার করার পর জেল হাজতে পাঠানো হয়। একইসাথে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।