ধানক্ষেতে কৃষকের এক টুকরো বাংলাদেশ

স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া ও সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধানক্ষেতে মুক্তিযুদ্ধ বা মানচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
ধানক্ষেতে কৃষকের এক টুকরো বাংলাদেশ
ধানক্ষেতে কৃষকের এক টুকরো বাংলাদেশ |নয়া দিগন্ত

ধানক্ষেতে চারাগাছ দিয়ে দেশের মানচিত্র এঁকেছেন কৃষক। যা নজর কেড়েছে এলাকার মানুষের। একইসাথে জন্ম দিয়েছে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেমের টান। ধানক্ষেতে মানচিত্রের এমন দৃশ্য দেখতে ক্ষেতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

এমন দৃশ্যের দেখা মেলেছে কুড়িগ্রাম উলিপুরের নাওডাঙ্গা গ্রামের উলিপুর-নাজিমখান সড়কের জামতলা মোড় এলাকায়।

ওই কৃষকের নাম জাফর সাদিক। তিনি শুধু কৃষক নন, একজন শিক্ষকও। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মরত আছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষক জাফরের ধানক্ষেতে দৃশ্যমান হয়ে উঠেছে বাংলাদেশের মানচিত্র। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন নিয়মিত। কেউ কেউ মানচিত্রের সাথে ছবি তুলছেন কিংবা করছেন ভিডিও। সে ছবি ও ভিডিও আবার শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন ওই শিক্ষক।

ছবি তুলতে আসা কলেজশিক্ষার্থী বিশাল, হৃদয় ও শিমুল জানায়, ‘দৃশ্যটি আসলেই অন্যরকম অনুভূতি জন্মায়। তাই বন্ধুরা মিলে দেখতে এসেছি। আমরা আসার আগেও আমাদের অনেক বন্ধুরা বাংলাদেশের এ মানচিত্রের পাশে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তাদের ফেসবুক পোস্ট দেখে এখানে এসেছি।’

কথা বললে ওই স্কুল শিক্ষক জাফর সাদিক জানান, ‘কৃষি আমার পেশা না। তারপরেও আমি প্রতিবছর নিজস্ব ও জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। এটা আমার ভালো লাগে। চলতি মৌসুমে ১ একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চারা রোপণ করেছি। বেগুনি জাতের চারা দিয়ে দেশের মানচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।‘

এ সময় তিনি আরো বলেন, ‘স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া ও সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধানক্ষেতে মুক্তিযুদ্ধ বা মানচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি। যা দেখে প্রতিটি মানুষ, বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।