ইবির সাবেক শিবির সভাপতি পবিপ্রবি অধ্যাপক জিল্লুর রহমান আর নেই

ড. জিল্লুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২০০১ সালে ইসলামী ছাত্র শিবির ইবি শাখার সাধারণ সম্পাদক এবং ২০০২ ও ২০০৩ সালে দু’বার বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
ইবির সাবেক ছাত্রশিবির সভাপতি পবিপ্রবি অধ্যাপক জিল্লুর রহমান আর নেই
ইবির সাবেক ছাত্রশিবির সভাপতি পবিপ্রবি অধ্যাপক জিল্লুর রহমান আর নেই |নয়া দিগন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি অধ্যাপক ড. মো: জিল্লুর রহমান (৪৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

এর আগে গত মাসে থাইল্যান্ডের একটি হাসপাতাল থেকে ফুসফুসে ক্যান্সারের সফল অস্ত্রোপচার করেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে দেশে ফিরে আসেন। তবে পরবর্তী সময়ে আবারো তার অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের ইদগাহ মাঠে বাদ আসর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয় এ অধ্যাপকের।

ঝিনাইদহ শহর, কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহু মানুষ শরিক হন জানাজায়।

তার স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ড. জিল্লুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২০০১ সালে ইসলামী ছাত্র শিবির ইবি শাখার সাধারণ সম্পাদক এবং ২০০২ ও ২০০৩ সালে দু’বার বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া এ অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। পরবর্তী সময়ে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগে যোগদান করেন। সেখানে শিক্ষকতা থেকে প্রশাসন, সাহিত্য থেকে সমাজচিন্তা প্রতিটি ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক উপদেষ্টা ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ছিলেন। প্রতিটি ক্ষেত্রেই এক গৌরবময় পদচিহ্ন রেখে গেছেন ড. জিল্লুর।

এদিকে তার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মনজুরুল হক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। একইসাথে তারা তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে সংগঠনের সভাপতি নাজমুল হক সাঈদী ও সাধারণ সম্পাদক আব্দুল হাই শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।