সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যৌথ-বাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করেছে। যার বর্তমান সিজার মূল্য ৪০ লাখ টাকা।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে শহরের মল্লিকপুরস্থ ২৮ বিজিবি।
এ ব্যাপারে ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবির সদর দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরা প্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
আটককৃত অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।



