ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমি নির্বাচিত হলে, সোনাগাজী-দাগনভূঞা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো। জীবনমান উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সব ক্ষেত্রে একটু হলেও বৃদ্ধি পাবে। আমি কথা দিচ্ছি।’
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী জেলার সোনাগাজীর কাজির হাট, নাড়ুমিয়ার হাট, কারামুতিয়া বাজার, কাবিলারটেক হয়ে শাহীপুর বেড়িবাধ, ইতালি মারকেট, চানমিয়ার দোকান, দাশের হাট, জমাদার বাজার, ওলামা বাজার, মদিনা বাজার, ভুঞা বাজার, সুইজগেট এলাকাসহ বিভিন্ন এলাকার গণসংযোগে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, আমরা ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যাবো। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবো। একটি দল তাদের নেতাকর্মীদের বলছে, ভোটের দিন একটি করে লাঠি নিয়ে ভোটকেন্দ্রে যেতে। আমার প্রশ্ন তারা কি ভোট দিতে যাবে, নাকি মারামারি করতে যাবে? যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আমিও আমাদের কর্মীদেরকে বলছি, তোমরাও সেই প্রস্তুতি নিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘নদীভাঙন সোনাগাজী-দাগনভূঞার সমস্যা। আমাকে নদীভাঙনের বিষয়ে জানানো হয়েছে, আমি নির্বাচিত হলে এ সমস্যারও সমাধান করবো।’
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম শিমুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, মতিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আমান উদ্দিন দোলন, বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ।



