আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর-২ (গাজীপুর সদর) আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জরুল করীম রনি, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান ও গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও কোনাবাড়ী থানা) ও গাজীপুর-৬ (টঙ্গী) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। এতে এ দুই আসনের সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও উৎকণ্ঠা।
তবে দলীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট দুই আসনের বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।



