গাংনীতে বজ্রপাতে প্রবাসীর স্ত্রী নিহত

গাংনী হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম রিতার মৃত্যু নিশ্চিত করার পরেই স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনীতে বজ্রপাতে প্রবাসীর স্ত্রী নিহত
গাংনীতে বজ্রপাতে প্রবাসীর স্ত্রী নিহত |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে পৃথক বজ্রপাতে এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি চলার সময় এ ঘটনা ঘটে।

নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিনের স্ত্রী। আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে বোরো ধান কেটে গাড়িতে করে বাড়ি আনা হচ্ছিল। রিতা খাতুন ওই গাড়ির পেছনে পেছনে বাড়ি আসছিলেন। ‌বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নিয়ে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ‌সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবওয়েলে পানি তুলতে গিয়েছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে তাকেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ‌তাকে কুষ্টিয়ায় রেফার করা হয়। ‌তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনীয উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম।

এদিকে গাংনী হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম রিতার মৃত্যু নিশ্চিত করেছেন। এরপরেই স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।