চট্টগ্রামের পটিয়ায় বালুবাহী একটি পিকআপভ্যান নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার খরনা মুজাফরাবাদ এলাকা এ ঘটনা ঘটে।
দুই যুবক হলেন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো: মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নের মিন্টুর ছেলে মো: ফাহিম (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকার মরহুম রমিজ আহমদের ঘরের জন্য পিকআপভ্যানে বালু নেয়া হচ্ছিল। পথে পিকআপভ্যানের সাথে লেগে বিদ্যুৎতের তার ছিড়ে দুই যুবকের গায়ে পড়ে। ওই সময় বিদ্যুতের লাইন সচল থাকায় প্রত্যক্ষদর্শীরা কেউ তাদের উদ্ধার করতে পারেনি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



