স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা মহিলা মানবসম্পদ বিভাগের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা সদরের আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মানবসম্পদ বিভাগের দায়িত্বশীলা ও কর্মপরিষদ সদস্য খাদিজা কাওসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের নেত্রী মঞ্জুয়ারা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাসিমা খাতুন। সঞ্চালনা করেন মানবসম্পদ বিভাগের সহকারী দায়িত্বশীলা আফরোজা হক।
অনুষ্ঠানে উপজেলার চার ইউনিয়নের চারজনকে স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।
আনন্দ প্রকাশ করে রোকেয়া বেগম বলেন, ‘আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য একটা ছাগল মানে অনেক বড় আশীর্বাদ। এটা দিয়ে যদি আমরা দু-একটা বাচ্চা তুলতে পারি তাহলে সংসারে কিছুটা স্বস্তি আসবে।’
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



