ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রে ২ ভাই নিখোঁজের পর একজনকে জীবিত উদ্ধার

শনিবার (২৫ অক্টোবর) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল নেমে এ ঘটনা ঘটে।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
উদ্ধার তৎপরতা
উদ্ধার তৎপরতা |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে দুই মামাতো ভাই নিখোঁজ হওয়ার পর একজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। নদীতে নিখোঁজ হওয়া অপর এক ভাইকে উদ্ধারে কাজ করছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া।

শনিবার (২৫ অক্টোবর) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল নেমে এ ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া শিশুটির নাম নুরুউদ্দিন(৭)। সে ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে। নুরুউদ্দিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। নিখোঁজ অপর শিশু নুরুউদ্দিনের মামাতো ভাই একই গ্রামের খোকন মিয়ায় ছেলে হাবিব (৪)।

উদ্ধার হওয়া শিশুর চাচা বিল্লাল হোসেন বলেন, ‘আমার সাত বছর বয়সী ভাতিজা নুরুউদ্দিন ও তার এক মামাতো ভাইকে নিয়ে নদীতে গোসল করতে নেমে স্রোতের ঘূর্ণিতে ডুবে যায়। এসয়ম স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবুডুবু অবস্থায় দেখে উদ্ধার করে। কিন্তু বেড়াতে আসা তার মামাতো ভাইকে খোঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ হওয়া শিশুর উদ্ধারে নেতৃত্বে আছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলনেতা মো: নূরে আলম। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়া শিশুটি খোকন মিয়ার ছেলে হাবিব (৪)। দুই ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে এখনো উদ্ধার করা যায়নি। ১০ মিনিট বিরতির পর ফের অভিযান চালানো হচ্ছে।’

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘দুপুর ১টা ২২ মিনিটের দিকে নদীতে নিখোঁজ হওয়া শিশু উদ্ধারের জন্য আমাদের কাছে কল আসে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় বিষয়টি আমি তৎক্ষণাৎ ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করি। দুপুর ২টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযানের কাজ শুরু করে। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকার কারণে শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত আছে।’

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।