কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়কে বাসায় দিয়ে আর বাড়ি ফেরা হলো না মা শাহেদা বেগমের (৫০)। মহাসড়কে বাসের চাপায় তিনি নিহত হয়েছেন।
রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম হাইওয়ের থানার ওসি সাহাব উদ্দিন।
নিহত শাহিদা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের কাজী মো: মকবুল আহমেদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো: শামীম জানান, রোববার বিকেলে শাহিদা বেগম তার মেয়ে সালমাকে ফেনী শহরে ভাড়া বাসায় পৌঁছে দিয়ে সাথে থাকা ভাগনে রুবাইয়াকে নিয়ে মদিনা বাসে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা দু’জন চিওড়া নামতে চেয়েছিলেন, কিন্তু মদিনা বাস তাদের চিওড়া না নামিয়ে সামনের স্টপিজ আমজাদের বাজার পশ্চিম পাশে নামিয়ে দেয়। সাথে থাকা ভাগনে রুবাইয়া মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে চলে গেলে ফুফু শাহেদা বেগমকে অজ্ঞাত বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরিচয় পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।