এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো:
সিলেট নগরীতে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সিলেট নগরীর এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহফুজকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ও তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাইভেটকারটি যাত্রীদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে কারের একজন নিহত ও চারজন আহত হন এবং ট্রাকের ড্রাইভার হেল্পারসহ আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



