রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে তরিকুল ইসলাম ডালিম নামে এক বাউল কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিগত তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার ও লাইন মেরামতের সময় ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন তিনি।
এদিকে আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন- ২’ এর ইয়েস কার্ড পেয়ে আলোচনায় আসেন ডালিম। সংগীতাঙ্গনের সবাই তাকে চিনেন ‘গামছা বাউল ডালিম’ নামে। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুরুল হোদা জানান, আইনগত বাধা না থাকায় পারিবারিকভাবে তাকে দাফন করা হয়েছে।