নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে
নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

নোয়াখালীতে ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী নেতা, জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদসহ জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা।

জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে সাবেক বঙ্গবন্ধু চত্বরকে ওসমান হাদি চত্বর ঘোষণা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের মুজিববাদ মুর্দাবাদসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।