ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের আমিন মডেল টাউন এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhaka
নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা আমিন মডেল এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো: শামীম হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ধামরাই পৌর শহরের আমিন মডেল টাউন এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত শামীম টাঙ্গাইলের সদর থানার গালুটিয়া গ্রামের মো: মনির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শামীম ভবনটির নবম তলায় বাঁশের মাচায় দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাচা ভেঙে ভবনের নিচে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শামীমের সহযোগী জাহিদ হোসেন বলেন, ‘শামীম ও আমি নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হঠাৎ মাচা ভেঙে তিনি নিচে পড়ে যান। আমি কোনো রকম আরেকটা বাঁশ ধরে ঝুলে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় আমি এ ভবনে কাজ করতে চাচ্ছিলাম না।’

এ বিষয়ে ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার মো: হামিদ বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে শুনেছি নবম তলা থেকে নিচে পড়ে শামীম নামে এক শ্রমিক আহত হয়েছেন। আমাদের লোকজন তার সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফারুক হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে আছে। পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’