‘নিখোঁজ’ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মাদারীপুর থেকে উদ্ধার

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের এক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সৈয়দ নাইম রহমান
সৈয়দ নাইম রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাণ বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার ও সদর মডেল থানা পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকার মেট্টোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নেতৃত্ব দেন।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, রোববার সকালে সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরই সূত্র ধরে মাদারীপুরে অবস্থান পায় মেট্টোপলিটন পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়।

আবাসিক হোটেল রয়েল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার হোটেলে ওঠেন তিনি। এ সময় তিনি বলেন যে একটি চাকরির পরীক্ষা আছে। দুই থেকে তিন দিন হোটেলে থাকবেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাঈম। তার নিখোঁজের বিষয়ে পুরো দেশজুড়ে আলোঢ়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে হোটেল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোটেলের রেজিস্টারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।

এদিকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রাজধানী ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে বুধবার বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে হস্তান্তর করা হবে। আপাতত তাকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।