নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আপন ভাই-বোন তিশা ও আরিয়ান বাড়ির পার্শ্ববর্তী ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে
নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

নিহতরা হলো বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। তারা দুইজন বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আপন ভাই-বোন তিশা ও আরিয়ান বাড়ির পার্শ্ববর্তী ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোন মারা গেছে।’

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই।’