কামাল উদ্দীন, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর শহরের একটি বাসায় ভাড়া থেকে পড়াশোনা করেও দারুণ সাফল্য অর্জন করেছে হাফেজা জমজ দুই বোন—আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। এবারের এইচএসসি পরীক্ষায় তারা দু’জনই পেয়েছে জিপিএ-৫। ১৮ বছর বয়সে ২ বছরে মধ্যে পবিত্র কোরআন শরিফ মুখস্থ করে হাফেজা হন এ দুই বোন। এর আগেও এসএসসি পরীক্ষায় তারা দুজন জিপিএ-৫ অর্জন করেছিল।
জানা যায়, বোন দু’জনের দাদার বাড়ি খুলনায়। তাদের বাবা প্রবাসে কর্মরত, আর মা রায়পুর শহরে থেকে সন্তানদের পড়াশোনার তত্ত্বাবধান করেন। মাদরাসা না পড়েও চাচার তত্ত্বাবধানে অনলাইন কলে কোরআন হিফজ সম্পন্ন করে তারা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় আরিফা ও আবিদা। বৃহস্পতিবার সারাদেশে ফলাফল ঘোষণার পর তাদের এ অসাধারণ সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।
পরিবারের সদস্যরা জানায়, বিদেশে থাকা বাবা মেয়েদের ফলাফলের খবর শুনে আবেগে আপ্লুত হয়েছেন। ভবিষ্যতে আরিফা ও আবিদা উচ্চশিক্ষার পাশাপাশি কোরআনের আলোয় সমাজের কল্যাণে কাজ করতে চায়।



