সিলেটে ট্রেনের টিকিটে নাম-এনআইডি না মেলায় ২০ যাত্রীকে জরিমানা

সিলেটে ট্রেনের টিকিটে নাম-এনআইডি না মেলায় ২০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের কারো টিকিটের নামের সাথে এনআইডির নামের মিল ছিল না, আবার কেউ কেউ এনআইডি ছাড়াই ভ্রমণ করছিলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট রেলওয়ে স্টেশন
সিলেট রেলওয়ে স্টেশন |সংগৃহীত

জেলা প্রশাসকের পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে সিলেটে চালু হয়েছে বাধ্যতামূলক এনআইডি দিয়ে টিকিট ক্রয়ের নতুন ব্যবস্থা। কার্যক্রমের প্রথম দিনেই জেলা প্রশাসন অভিযানে নেমেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানে দুপুর পর্যন্ত ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে কারো টিকিটের নামের সাথে এনআইডির নামের মিল ছিল না, আবার কেউ কেউ এনআইডি ছাড়াই ভ্রমণ করছিলেন। প্রত্যেককে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব ও শিহাব সারোয়ার অভি। অভিযানে তাদের সাথে রেলওয়ে কর্মীদের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ (শুক্রবার) থেকে টিকিট যাচাই অভিযান শুরু হয়েছে। নাম না মেলা ও এনআইডি না থাকায় ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৬ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম ২৪ অক্টোবর থেকে একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না এবং ট্রেন ভ্রমণে এনআইডি কার্ড সাথে রাখার নির্দেশ দিয়েছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই অভিযান শুরু হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় টিকিটের চাহিদাও হঠাৎ বৃদ্ধি পেয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। যার বড় অংশ কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি রোধে এনআইডি যাচাই ও টিকিটের নাম মেলানোর এই ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে বলেন, আজ থেকে এনআইডি ছাড়া রেল ভ্রমণ নিষেধ করা হয়েছে। প্রথম দিন তাই কেউ কেউ হয়তো সেটা ভুলে গিয়েছিলেন। তবে দুয়েক দিন গেলে সবার জানাজানি যাবে। এই সিস্টেমের ফলে টিকিট কালোবাজারি বন্ধ হবে।