বরগুনার তালতলীতে তিনটি বসতবাড়ি ও ১৩টি দোকান পুড়ে গেছে। এসব দোকান ও বসতঘরে থাকা প্রায় দুই কোটির টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুনে ফার্মেসি, টিনের দোকান, হার্ডওয়ার, মুদি দোকান, ফলের দোকানসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও তিনটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই বাজারের ব্যবসায়ী ভুক্তোভোগী মহিবুল্লাহ্ মোল্লা বলেন, ‘রাত ১২টার দিকে আমি ফোন পাই। পরে গিয়ে দেখি আমার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। তবে মাঝ দোকান থেকে আগুন লাগে যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা তদন্ত করে জানা যাবে।’
তিনি আরো বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমতলী ও তালতলীর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’