গফরগাঁওয়ে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ

বক্তারা নারীর অধিকার, শিক্ষা, পরিবার গঠন ও সমাজ সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় হলি চাইল্ড মডেল একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রী, কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখার মহিলা বিভাগের সভানেত্রী ও জেলা মজলিসে শূরার সদস্য মোছা: নাফিজা আক্তার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

তিনি তার বক্তব্যে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নারী সমাজের দায়িত্বশীল ভূমিকা, নৈতিকতা ও সমাজ সংস্কারে তাদের অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, জেলা সেক্রেটারি কামরুন নাহার খাদিজা, জেলা সহকারী সেক্রেটারি কামরুন নাহার কোহিনূর ও জেলা কর্ম পরিষদ সদস্য আয়শা আক্তার।

বক্তারা নারীর অধিকার, শিক্ষা, পরিবার গঠন ও সমাজ সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সমাবেশে উপস্থিত নারীরা নিজেদের সামাজিক ভূমিকা আরো সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।