ইসকন নিষিদ্ধের দাবিতে শিবচরে মিছিল-সমাবেশ

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে সারাদেশে গুম, খুন, ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
ইসকন নিষিদ্ধের দাবিতে শিবচরে মিছিল-সমাবেশ
ইসকন নিষিদ্ধের দাবিতে শিবচরে মিছিল-সমাবেশ |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যাণ পরিষদ।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে অ্যাডভোকেট আলিফ হত্যাসহ রাজশাহী, নোয়াখালী ও গাজীপুরে কিশোরী ধর্ষণ, খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম ও হত্যাচেষ্টা, বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায়ের ধর্ষণসহ সারাদেশে গুম, খুন, ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে শিবচর প্রেস ক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার যুগ্ম-আহ্বায়ক এবং হাজী শরিয়ত উল্লাহের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা রাহিমাহুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকির নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলার সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন হাফিজাহুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন খেলাফতে মজলিস শিবচর উপজেলার এমপি প্রার্থী মাওলানা মো: শাহ আলম তালুকদার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ হয়েছে এবং সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হয়েছে। ঠিক সেভাবেই উগ্র সংগঠন ইসকনকেও আইনের আওতায় আনতে হবে।

তারা অভিযোগ করেন, ইসকন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে লাভ ট্রাফে ফেলে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত, ইসলামী নেতা ও ইমাম-খতিবদের ওপর হামলা চালিয়েছে এবং গাজীপুরের গুমের ঘটনাতেও সম্পৃক্ত।

বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন শিবচর পৌরসভার যুগ্ম-আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি লিয়াকত আলী, মুফতি আনোয়ার হোসেন, শিবচর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা সাইদুজ্জামান নাসিম, শিবচর পৌর যুবদল নেতা হৃদয় হোসেন, মেহেদী হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।