বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবোর প্রতিনিধি দল

এদিকে প্রতিনিধি দলের পরিদর্শনের খবরে নিমদী লঞ্চঘাট, ধানদী, ডালিমা এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েকশ’ মানুষ এসে নদী পাড়ে ভিড় জমায় ও প্রতিনিধি দলের কাছে তাদের বিপর্যয়ের কথা তুলে ধরেন।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Bauphal
বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবোর প্রতিনিধি দল
বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবোর প্রতিনিধি দল |নয়া দিগন্ত

পটুয়াখালীর বাউফলে নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রতিনিধি দল।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি ট্রলারযোগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী, নিমদী, নিজ তাঁতেরকাঠি, ডালিমা, কচুয়া এলাকায় যান।

পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো: রাকিবের নেতৃত্বে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আবু ইউসুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মিরাজ গাজী, উপ-সহকারী প্রকৌশলী মো: সোহেল রানা, মো: আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিনিধি দলের পরিদর্শনের খবরে নিমদী লঞ্চঘাট, ধানদী, ডালিমা এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েকশ’ মানুষ এসে নদী পাড়ে ভিড় জমায় ও প্রতিনিধি দলের কাছে তাদের বিপর্যয়ের কথা তুলে ধরেন। প্রতিনিধি দলের কর্মকর্তারাও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয়।

নির্বাহী প্রকৌশলী মো: রাকিব কালবেলাকে বলেন, ‘ভাঙন কবলিত এলাকা স্বচোখে দেখেছি। প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।’

Topics