অচলাবস্থা নিরসনে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে বগুড়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিতে (বিসিসিআই) প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হোসনা আফরোজা গত ১০ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। এর ফলে চেম্বারের কর্তৃত্ব নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের বিরোধের আপাতত অবসান হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রশাসক সাধারণ নির্বাচনের আয়োজন করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।
এ ব্যাপারে বিসিসিআই এর সদ্য বিলুপ্ত পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইরুল ইসলাম জানান, নির্বাচন করতে আমি নির্বাচন কমিশন গঠন করে দিয়েছি। তবে প্রশাসক চাইলে নতুন নির্বাচন কমিশন গঠন করতে পারেন। আগামী ১৭ জুলাই প্রশাসক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বলে জানতে পেরেছি। বর্তমানে বগুড়া চেম্বারের সদস্য সংখ্যা নতুন ও পুরাতন মিলিয়ে প্রায় সাতশ’। তবে সদস্য পদ নবায়নের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেম্বারের সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলে জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন সহ কর্মকর্তারা পালিয়ে গেলে পরিচালক সাইরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
এর ১০ মাস পর নির্বাচনের উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গত জুন মাসে চেম্বার ভবনে তালা ঝুলানো হয়। এতে চেম্বারের কর্যক্রম বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের নির্দেশ দেয়।
বিগত ১৬ বছরে আ’লীগ নেতা মমতাজ উদ্দিন ও তার ছেলে মিলন নিজেদের পছন্দমত লোক দিয়ে পরিচালনা পরিষদ গঠন করতেন। ফলে প্রকৃত ব্যবসায়ীরা সেখানে নেতৃত্বে আসা ছিল দুরূহ ব্যাপার।