ফকিরহাটে বিদ্যুতের তার পেঁচানো লাশ উদ্ধার

লাশের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মোটর পেয়েছে পুলিশ।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
ফকিরহাট মডেল থানা
ফকিরহাট মডেল থানা |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচান্দরপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘেরে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে।

ফরহাদ শেখ উপজেলার জাড়িয়া এলাকার মরহুম আমির আলী শেখের ছেলে।

জানা গেছে, লাশের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মোটর পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মোটর এবং বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Topics