এটিএম কামালের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
শাহানা খানম চৌধুরী
শাহানা খানম চৌধুরী |ছবি : নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধের সংগঠক, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুমা শাহানা খানম চৌধুরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অবিস্মরণীয়। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। একজন স্কুল শিক্ষিকা হিসেবেও তার সুনাম ছিল।

মির্জা ফখরুল আরো বলেন, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা শাহানা খানম চৌধুরীকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নগরীর মিশনপাড়াস্থ নিজ বাসভবন সোনারগাঁও ভবনে তিনি মারা যান। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে সোনারগাঁওয়ের বারদী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।