ঢাকার ধামরাইয়ে নগদ টাকা, ল্যাপটপ, ক্রেডিট কার্ড ও ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) গ্রেফতার হওয়া ওই তিন ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইমাম হাদী (৪৬) নামের ট্রাষ্ট ব্যাংকের এক কর্মকর্তা মানিকগঞ্জগামী গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় অজ্ঞাত পরিচয় চারজন ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে তার সাথে থাকা দু’টি মোবাইলফোন, এটিএম কার্ড ছিনিয়ে নেয় চক্রটি।
পরে ছিনতাইকারী চক্রটি ওই কার্ড দিয়ে ব্যাংক থেকে তিন লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করে। এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আকাশ সিএনজি পাম্পের কাছে রাত ১টার দিকে ফেলে চলে যায়।
এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা ইমাম হাদী ধামরাই থানায় অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার সূত্র ধরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (এসআই) কাওসার সুলতান বিভিন্ন জায়গায় অভিযান চালান। পরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গাজীপুর থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
সেইসাথে গ্রেফতার হওয়া তিনজনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, বিভিন্ন ব্র্যান্ডের সাতটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড, দু’টি জাতীয় পরিচয়পত্র, দু’টি ল্যাপটপ ও লুট করা এক লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘দীর্ঘদিন অভিযান পরিচালনা করে তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে তাদের কাছ থেকে বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে।



