চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আনোয়ারা উপজেলা এনসিপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যারা মাদকবিরোধী স্লোগান দেয় তারাই আবার ইয়াবা কারবারিদের ছায়া হয়ে যায়। রাজনীতি তাদের জন্য নয় যারা সকালে নীতির কথা বলে আর রাতে মাদককারবারিদের সাথে আঁতাত করে। এরা সমাজের বড় হুমকি। এনসিপি মাদক, দুর্নীতি ও পাচারকারীদের বিরুদ্ধে আপসহীন।‘
সভায় আরো উপস্থিত ছিলেন ডালিয়া বড়ুয়া, ইঞ্জিনিয়ার কায়ম উদ্দিন, মো: নাঈম উদ্দীন, মো: হানিফ, জাফরুল ইসলাম চৌধুরী, সাকিবুল হাসান, শাহেদ ও সারোয়ার আলম প্রমুখ।



